২ সপ্তাহে ৩ এমএফএস সেবায় ৩০ লাখ নতুন বেতন হিসাব

২৬ এপ্রিল, ২০২০ ১৩:৫২  
মাত্র দুই সপ্তাহে দেশের তিনটি এমএফএস প্ল্যাটফর্মে বেতন অ্যাকাউন্ট খোলা হয়েছে ৩০ লাখ। এরমধ্যে ১৪ লাখ এসেছে বিকাশে। তাছাড়া ডাচ বাংলার এমএফএস সেবা রকেটেও এসেছে প্রায় ১০ লাখ অ্যাকাউন্ট। আর সরকারি এমএফএস সেবা নগদ পেয়েছে ছয় লাখের মতো অ্যাকাউন্ট। সরকার ঘোষিত প্রণোদনা পেতে গার্মেন্টস শ্রমিক ও কর্মচারীদের বেতন মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়ার বিষয়ের সরকারের নির্দেশনার পরই এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে। ফলে এপ্রিলের শুরুতেও যেখানে বেতন অ্যাকান্টের সংখ্যা ছিল মাত্র ১৬ লাখ। সেখানে ইতোমধ্যে সেটি ৪৬ লাখ পেরিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী দুই দিনের মধ্যে আরও কয়েক লাখ বেতন অ্যাকাউন্ট বাড়বে বলে জানিয়েছে এমএফএস অপারেটরগুলো। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুসারে ফেব্রুয়ার মাসে এক হাজার ৭৮ কোটি টাকার বেতন হিসেবে গিয়েছে বিভিন্ন এমএফএস অ্যাকাউন্টে। নতুন খোলা অ্যাকাউন্টের কারণে আগামী মাস থেকেই এমএফএস-এ যাওয়া বেতনের এই অংক দুই থেকে আড়াই হাজার কোটি টাকা হয়ে যাবে।